পরিচ্ছেদ
: ৩০৬৮/ সত্যবাদী
বর্ণনাকারীর খবরে ওয়াহিদ আযান, নামায, রোযা, ফরয ও অন্যান্য আহকামের বিষয়
গ্রহণযোগ্য । আল্লাহ্ তা‘আলার বাণীঃ তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন
? যাতে তারা দীন সম্বন্ধে জ্ঞানানুশীলন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক
করতে পারে, যখন তারা তাদের নিকট ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয় (৯:১২২) । আল্লাহ্
তা‘আলার বাণীঃ মু‘মিনদের দুই দল দ্বন্ধে লিপ্ত হলে . . . (৪৯:৯) অতএব যদি দুই
ব্যক্তি দ্বন্ধে লিপ্ত হয় তবে তা এ আয়াতের অর্থের অন্তর্ভুক্ত হবে । আল্লাহ্
তা‘আলার বাণীঃ যদি কোন পাপাচারী তোমাদের কাছে কোন বার্তা আনয়ন করে, তোমরা তা
পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না কর . . .
(৪৯:৬) । নবী (সাঃ) কিরূপে তাঁর আমীরদেরকে পর্যায়ক্রমে একজনের পর একজনকে পাঠাতেন
যেন তাদের কেউ ভুল করলে তাকে সুন্নাতের দিকে ফিরিয়ে আনা হয় । -
পরিচ্ছেদ
: ৩০৬৯/ নবী (সাঃ)
যুবায়র (রাঃ) কে একা শত্রুপক্ষের সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন । -
পরিচ্ছেদ
: ৩০৭০/ আল্লাহ্
তা‘আলার বাণীঃ হে মু‘মিনগণ! তোমরা নবীর গৃহে প্রবেশ করো না, যদি না তোমাদের কে
অনুমতি দেওয়া হয় । . . . (২৪:২৭) যদি একজন তাকে অনুমতি দেয় তাহলে প্রবেশ করা বৈধ ।
-
পরিচ্ছেদ
: ৩০৭১/ নবী (সাঃ)
আমীর ও দূতদেরকে পর্যায়ক্রমে একজনের পর একজন করে পাঠাতেন । ইব্ন আব্বাস (রাঃ)
বলেন, নবী (সাঃ) দাহইয়া কালবী (রাঃ) কে তাঁর চিঠি দিয়ে বসরার গভর্নরের নিকট
পাঠিয়েছিলেন, যেন সে তা (রোম সম্রাট) কায়সারের নিকট পৌছিয়ে দেয় । -
পরিচ্ছেদ
: ৩০৭২/ আরবের
বিভিন্ন প্রতিনিধিদলের প্রতি নবী (সাঃ) এর ওসিয়ত ছিল, যেন তারা (তাঁর কথাগুলো)
তাদের পরবর্তী লোকদের পৌছিয়ে দেয় । এ বিষয়টি মালিক ইব্ন হুওয়ারিস থেকে বর্ণিত । -
পরিচ্ছেদ
: ৩০৭৩/ একজন মাত্র
মহিলা প্রদত্ত খবর । -
হাদিস নং: ৬৭৭১/২০