শনিবার, ২৮ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬৩০ (আচার-ব্যবহার অধ্যায়)


৫৬৩০/৮৬: আবু নুয়াঈম (রঃ) ……… হযরত হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি নবী (সাঃ) কে বলতে শুনেছি যে, চোগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না ।

হাদিস নং: ৫৬৩১ (আচার-ব্যবহার অধ্যায়)


৫৬৩১/৮৭: আহমদ ইব্ন ইউনুস (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মুর্খতা পরিত্যাগ করলো না, আল্লাহ্র নিকট (সিয়ামের নামে) তার পানাহার ত্যাগের কোন প্রয়োজন নেই ।

হাদিস নং: ৫৬৩২ (আচার-ব্যবহার অধ্যায়)


৫৬৩২/৮৮: উমর ইব্ন হাফ্স (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ কিয়ামতের দিন তুমি আল্লাহ্র নিকট ঐ ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট পাবে, যে দুমুখো । সে এদের সামনে এক রূপ নিয়ে আসতো, আর ওদের কাছে অন্য রূপে ধরা দিত ।

হাদিস নং: ৫৬৩৩ (আচার-ব্যবহার অধ্যায়)


৫৬৩৩/৮৯: মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত ইব্ন মাস্উদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (সাঃ) (গনীমতের মাল) ভাগ করলেন । তখন আনসারদের মধ্য থেকে এক (মুনাফিক) ব্যক্তি বললঃ আল্লাহ্র কসম! এ কাজে মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র সন্তষ্টি চাননি । তখন আমি এসে রাসূলুল্লাহ্ (সাঃ) কে এ কথার খবর দিলাম । এতে তাঁর চেহারার রং বদলে গেল । তিনি বললেনঃ আল্লাহ্ মূসা (আঃ) এর উপর রহম করূন । তাঁকে এর চাইতে অনেক বেশী কষ্ট দেওয়া হয়েছে; তবুও তিনি সবুর করেছেন ।

হাদিস নং: ৫৬৩৪ (আচার-ব্যবহার অধ্যায়)


৫৬৩৪/৯০: মুহাম্মদ ইব্ন সাব্বাহ্ (রঃ) ……… হযরত আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) একজনকে আরেক জনের প্রশংসা করতে শুনলেন এবং সে তার প্রশংসায় অতিরঞ্জন করছিল । তখন তিনি বললেনঃ তোমরা তো লোকটিকে মেরে ফেললে, অথবা বললেনঃ লোকটির মেরূদন্ড ভেঙ্গে দিলে ।

হাদিস নং: ৫৬৩৫ (আচার-ব্যবহার অধ্যায়)



হাদিস নং: ৫৬৩৬ (আচার-ব্যবহার অধ্যায়)