কুরআন শরীফ,বুখারী শরীফ,মুসলিম শরীফ,নাসায়ী শরীফ,আবু দাউদ শরীফ,তিরমিযী শরীফ,ইবনে মাজাহ শরীফ
রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
হাদিস নং: ৬৪৮৩ (কূটকৌশল অধ্যায়)
৬৪৮৩/০১: আবূ নু’মান (রহঃ) . . . . . হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত । তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছি, হে জনতা, সকল আমলই নিয়তের সাতে সম্পৃক্ত । যে যা নিয়ত করবে সে তা-ই পাবে । যার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূল (সঃ) এর জন্য হবে তার হিজরত আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ) এর জন্যই হবে । আর যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য বা কোন রমণীকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত সে জন্যই হবে, যে জন্য সে হিজরত করেছেন ।
হাদিস নং: ৬৪৮৪ (কূটকৌশল অধ্যায়)
৬৪৮৪/০২: ইসহাক ইব্ন নাযর (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, বায়ু নির্গত হওয়ার পর অযু (ওজু/অজু/উযূ) না করা পর্যন্ত আল্লাহ্ তোমাদের কারো সালাত (নামায/নামাজ) কবুল করবেন না ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)