রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

কূটকৌশল অধ্যায়


হাদিস নং: ৬৪৮৩ (কূটকৌশল অধ্যায়)


৬৪৮৩/০১: আবূ নুমান (রহঃ) . . . . . হযরত উমর ইব্ন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে বলতে শুনেছি, হে জনতা, সকল আমলই নিয়তের সাতে সম্পৃক্ত যে যা নিয়ত করবে সে তা- পাবে যার হিজরত আল্লাহ্ তাঁর রাসূল (সঃ) এর জন্য হবে তার হিজরত আল্লাহ্ তাঁর রাসূল (সাঃ) এর জন্যই হবে আর যার হিজরত দুনিয়া পাওয়ার জন্য বা কোন রমণীকে বিয়ে করার জন্য হবে, তার হিজরত সে জন্যই হবে, যে জন্য সে হিজরত করেছেন

হাদিস নং: ৬৪৮৪ (কূটকৌশল অধ্যায়)

৬৪৮৪/০২: ইসহাক ইব্ন নাযর (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, বায়ু নির্গত হওয়ার পর অযু (ওজু/অজু/উযূ) না করা পর্যন্ত আল্লাহ্ তোমাদের কারো সালাত (নামায/নামাজ) কবুল করবেন না