শনিবার, ১৪ জুলাই, ২০১২

অনুমতি চাওয়া অধ্যায়


পরিচ্ছেদ সংখ্যা - ৫৩ (২৫৬১-২৬১৩)
হাদিস সংখ্যা - ৭২ (৫৭৯৪-৫৮৬৫)
পরিচ্ছেদ : ২৫৬১/ সালামের সূচনা । -
পরিচ্ছেদ : ২৫৬২/ আল্লাহ তা‘আলার বাণী : হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে, যে পর্যন্ত সে ঘরের লোকেরা অনুমতি দিবে এবং তোমরা গৃহবাসীকে সালাম না করে, প্রবেশ করো না । এ অবস্থা তোমাদের জন্য অতি কল্যাণকর, যাতে তোমরা নসিহত গ্রহণ কর । যদি তোমরা সে ঘরে কাউকে জবাবদাতা না পাও, তবে তোমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত তাতে প্রবেশ করবে না ।যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে, এই তোমাদের জন্য পবিত্রতম কাজ । আর তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ বিশেষ অবহিত । অবশ্য যেসব ঘরে কেউ বসবাস করেনা, আর তাতে যদি তোমাদের মাল আসবাবপত্র থাকে, সেসব ঘরে প্রবেশ করলে তোমাদের কোন গুনাহ হবে না । তোমরা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছুই করোনা কেন, তা অবশ্যই আল্লাহ তা‘আলা জানেন । -
পরিচ্ছেদ : ২৫৬৩/ আল্লাহ তা‘আলার নামের মধ্যে ‘সালাম’ একটি নাম । আল্লাহ তা‘আলার বাণী : আর যখন তোমাদের সালাম দেওয়া হয়, তখন তোমরা এর চেয়ে উত্তমভাবে জবাব দিবে, না হয় তার অনুরূপ জবাব দিবে । -
পরিচ্ছেদ : ২৫৬৪/ অল্প সংখ্যক লোক বেশী সংখ্যক লোকদের সালাম করবে । -
পরিচ্ছেদ : ২৫৬৫/ আরোহী ব্যক্তি পদচারীকে সালাম করবে । -
পরিচ্ছেদ : ২৫৬৬/ পদচারী উপবিষ্ট লোককে সালাম করবে । -
পরিচ্ছেদ : ২৫৬৭/ ছোট বড় কে সালাম করবে । আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন : ছোট বড়কে, পথচারী উপবিষ্টকে এবং কম সংখ্যক বেশী সংখ্যককে সালাম করবে । -
পরিচ্ছেদ : ২৫৬৮/ সালাম প্রসারিত করা । -
পরিচ্ছেদ : ২৫৬৯/ পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম করা । -
পরিচ্ছেদ : ২৫৭০/ পর্দার আয়াত । -
পরিচ্ছেদ : ২৫৭১/ তাকানোর অনুমতি চাওয়া । -
পরিচ্ছেদ : ২৫৭২/ যৌনাঙ্গ ব্যতীত অঙ্গ-প্রত্যঙ্গের ব্যভিচার । -
পরিচ্ছেদ : ২৫৭৩/ তিনবার সালাম দেওয়া ও অনুমতি চাওয়া । -
পরিচ্ছেদ : ২৫৭৪/ যখন কোন ব্যক্তিকে ডাকা হয়, আর সে আসে, সেও কি প্রবেশের অনুমতি নিবে ? আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেছেন এ ডাকা তার জন্য অনুমতি । -
পরিচ্ছেদ : ২৫৭৫/ শিশুদের সালাম দেওয়া । -
পরিচ্ছেদ : ২৫৭৬/ মহিলাকে পুরূষদের এবং পুরূষকে মহিলাদের সালাম করা । -
পরিচ্ছেদ : ২৫৭৭/ যদি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, ইনি কে ? আর তিনি বলেন, আমি । -
পরিচ্ছেদ : ২৫৭৮/ যে সালামের জবাব দিল এবং বলল : ওয়ালাইকাস্ সালাম । (জিবরাঈল (আঃ) এর সালামের জবাবে হযরত আয়িশা (রাঃ) ‘ওয়া আলাইহিস্ সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু’ বলেছেন । আর নবী (সাঃ) বলেন : হযরত আদম (আঃ) এর সালামের জবাবে ফিরিশ্তাগণ বলেন : ‘আস্সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ’ । -
পরিচ্ছেদ : ২৫৭৯/ যদি কেউ বলে যে, অমুক তোমাকে সালাম করেছে । -
পরিচ্ছেদ : ২৫৮০/ মুসলিম ও মুশরিকদের মিশ্রিত মজলিসে সালাম দেওয়া । -
পরিচ্ছেদ : ২৫৮১/ গুনাহগার ব্যক্তির তাওবা করার নিদর্শন প্রকাশ না পাওয়া পর্যন্ত এবং গুন্হগারের তাওবা কবুল হওয়রি প্রমাণ না পাওয়া পর্যন্ত যিনি তাকে সালাম করেননি এবং তার সালামের জবাব দেননি । আব্দুল্লাহ ইব্ন উমর (রাঃ) বলেনঃ মাতালদের সালাম দিবে না । -
পরিচ্ছেদ : ২৫৮২/ অমুসলিমদের সালামের জবাব কিভাবে দিতে হয় । -
পরিচ্ছেদ : ২৫৮৩/ কারো এমন পত্রের বিষয়ে স্পষ্টরূপে জানার জন্য তদন্ত করে দেখা, যা মুসলমানদের জন্য আশংকাজনক । -
পরিচ্ছেদ : ২৫৮৪/ কিতাবী সম্রদায়ের নিকট কিভাবে পত্র লিখতে হয় ? -
পরিচ্ছেদ : ২৫৮৫/ চিঠিপত্র কার নাম দিয়ে আরম্ভ করা হবে । -
পরিচ্ছেদ : ২৫৮৬/ নবী (সাঃ) এর বাণীঃ তোমরা তোমাদের সরদারের/নেতার জন্য দাঁড়াও । -
পরিচ্ছেদ : ২৫৮৭/ মুসাফাহা করা । ইব্ন মাসউদ (রাঃ) বলেন, নবী (সাঃ) যখন আমাকে তাশাহ্হুদ শিক্ষা দেন তখন আমার হাত তাঁর দু‘হাতের মাঝে ছিল । কা‘ব ইব্ন মালিক (রাঃ) বলেন, একবার আমি মসজিদে প্রবেশ করেই রাসূলুল্লাহ্ (সাঃ) কে পেয়ে গেলাম । তখন তালহা ইব্ন উবায়দুল্লাহ (রাঃ) তাড়াতাড়ি আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারকবাদ জানালেন । -
পরিচ্ছেদ : ২৫৮৮/ দু‘হাত ধরে মুসাফাহা করা । হাম্মাদ ইব্ন যায়দ (রঃ) ইব্ন মুবারক (রঃ) এর সঙ্গে দু‘হাতে মুসাফাহা করেছেন । -
পরিচ্ছেদ : ২৫৮৯/ আলিঙ্গন করা এবং কাউকে বলা কিভাবে তোমার ভোর হয়েছে ? -
পরিচ্ছেদ : ২৫৯০/ যে ব্যক্তি কারো ডাকে ‘লাব্বায়কা’ এবং ‘সাদায়কা’ বলে জবাব দিল । -
পরিচ্ছেদ : ২৫৯১/ কোন ব্যক্তি কোন ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠাবে না । -
পরিচ্ছেদ : ২৫৯২/ (আল্লাহ তা‘আলার বাণী) যদি তোমাদের বলা হয় যে, তোমরা মজলিসে বসার জায়গা করে দাও । তখন তোমরা বসার জায়গা করে দিবে, তা হলে আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন ....... (৫৮:১১) -
পরিচ্ছেদ : ২৫৯৩/ কারো তার সাথীদের থেকে অনুমতি না নিয়ে মজলিস কিংবা ঘর থেকে উঠে যাওয়া, কিংবা নিজে উঠে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা যাতে অন্যরা উঠে যায় । -
পরিচ্ছেদ : ২৫৯৪/ দু‘হাটুকে খাড়া করে দু‘হাতে বেড় দিয়ে পাছার উপর বসা । -
পরিচ্ছেদ : ২৫৯৫/ যিনি তার সাথীদের সামনে হেলান দিয়ে বসেন । খাব্বার (রাঃ) বর্ণনা করেন, আমি একবার নবী (সাঃ) এর কাছে আসলাম । তখন তিনি বকেখানা চাদর দিয়ে বালিশ বানিয়ে তাতে হেলান দিচ্ছিলেন । আমি বললাসঃ আপনি কি (আমার মুক্তির জন্য) আল্লাহর কাছে দু‘আ করছেন না ? তখন তিনি সোজা হয়ে বসলেন । -
পরিচ্ছেদ : ২৫৯৬/ যিনি কোন বিশেষ প্রয়োজনে অথবা যে কোন উদ্দেশ্যে তাড়াতাড়ি চলেন । -
পরিচ্ছেদ : ২৫৯৭/ পালঙ্গ ব্যবহার করা । -
পরিচ্ছেদ : ২৫৯৮/ যার হেলান দেওয়ার উদ্দেশ্যে একটি বালিশ পেশ করা হয় । -
পরিচ্ছেদ : ২৫৯৯/ জুম‘আর সালাত শেষে কায়লুলা (দুপুরের বিশ্রাম গ্রহণ) । -
পরিচ্ছেদ : ২৬০০/ মসজিদে কায়লুলা(দুপুরের বিশ্রাম গ্রহণ) করা । -
পরিচ্ছেদ : ২৬০১/ যিনি কোন কাওমের সাথে দেখা করতে যান এবং সেখানে কায়লুলা (দুপুরের বিশ্রাম গ্রহণ) করেন । -
পরিচ্ছেদ : ২৬০২/ যার জন্য যেভাবে নহজ হয়, সেভাবে বসা । -
পরিচ্ছেদ : ২৬০৩/ যিনি মানুষের সামনে কারো সঙ্গে কানে কানে কথা বলেন । আর যিনি আপন বন্ধুর গোপনীয় কথা কারো কাছে প্রকাশ করেন নি । অবশ্য তার মৃত্যুর পর তা প্রকাশ করেন । -
পরিচ্ছেদ : ২৬০৪/ চিত হয়ে শোয়া । -
পরিচ্ছেদ : ২৬০৫/ তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দুজনে কানে-কানে বলবে না । এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীঃ হে মু‘মিনগণ! যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচার, সীমালংঘন. . . . .মু‘মিনদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা (৫৮:৯-১০) । আরও আল্লাহর বাণীঃ হে মু‘মিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে তার পূর্বে সদাকা প্রদান করবে. . . . .তোমরা যা কর আল্লাহ তা সম্যক অবগত (৫৮:১২-১৩) । -
পরিচ্ছেদ : ২৬০৬/ গোপনীয়তা রক্ষা করা । -
পরিচ্ছেদ : ২৬০৭/ কোথাও তিনজনের বেশী লোক থাকলে গোপনে কথা বলা, আর কানে-কানে কথা বলা দুষণীয় নয় । -
পরিচ্ছেদ : ২৬০৮/ দীর্ঘ সময় পর্যন্ত কারো সঙ্গে কানে-কানে কথা বলা । -
পরিচ্ছেদ : ২৬০৯/ ঘুমানোর সময় ঘরে আগুন রাখবে না । -
পরিচ্ছেদ : ২৬১০/ রাত্রিকালে (ঘরের) দরজা গুলো বন্ধ করা । -
পরিচ্ছেদ : ২৬১১/ বয়োঃপ্রাপ্তির পর খাতনা করা এবং বগলের পশম উপড়ানো । -
পরিচ্ছেদ : ২৬১২/ যেসব খেলাধুলা আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে সেগুলো বাতিল (হারাম) । আর ঐ ব্যক্তির সম্পর্কে, যে তার বন্ধুকে বললো চলো, আমি তোমার সাথে জুয়া খেলবো । এ প্রসঙ্গে আল্লাহর বাণীঃ মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশতঃ অসার বাক্য ক্রয় করে নেয় (৩১:৬) । -
পরিচ্ছেদ : ২৬১৩/ পাকা ঘর-বাড়ি নির্মাণ করা । হযরত আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেন যে, নবী (সাঃ) বলেছেন : কিয়ামতের অন্যতম আলামত হলো, তখন পশুর রাখালেরা পাকা বাড়ি-ঘর নির্মাণে পরস্পর প্রতিযোগিতা করবে । -
হাদিস নং: ৫৮৬৫/৭২