শুক্রবার, ১১ জুন, ২০১০

হাদিস নং: ৪৪০৩

অনুবাদ: হযরত আবদুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন- একদা এক ব্যাক্তি রাসূলুল্লাহ (সাঃ) কে জি্জ্ঞেস করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বেললেন- অপরকে খাওয়ার খাওয়ানো এবং যাকে চিন বা যাকে না চিন সবাইকে সালাম করা। (বুখারী ও মুসলিম)

⤎⤎⤎⤎⤎⤎⤎⤎⤎⤎সমাপ্ত⤏⤏⤏⤏⤏⤏⤏⤏⤏⤏

হাদিস নং: ৪৪০২

কিতাবুল আদাব/শিষ্টাচার পর্ব এর বাবু স্সালাম/সালাম অধ্যায়
০১:- অনুবাদ :- হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন-রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন আল্লাহ‍ু তায়ালা হযরত আদম (আঃ) কে তাঁর আকার আকৃতিতেই সৃষ্টি করেছেন। তাঁর দৈর্ঘ্য ছিল ষাট হাত। আল্লাহ‍ু তায়ালা তাঁকে সৃষ্টি করে বলেন যাও এবং অবস্থানরত ফেরেশতাদের ঐ দলটিকে সালাম কর। আর তারা তোমার সালামের কি জওয়াব দেয় তা মনোযোগ দিয়ে শ্রবন কর। কেননা , এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের প্রত্যুত্তর। অতপর আদম (আঃ) গিয়ে বললেন,‘আসসালামু আ’লাইকুম’, তাঁরা জবাব দিলেন- ‘আসসালামু আ’লাইকা ওয়া রাহমাতুল্লাহ’। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, তাঁরা ‘ওয়া রাহমাতুল্লাহ’ অংশটি বৃদ্ধি করলেন। অতপর রাসূলুল্লাহ (সাঃ) বললেন- যে ব্যক্তিই বেহেশতে প্রবেশ করবে, সে হযরত আদম (আঃ) এর আকৃতিতেই বেহেশতে প্রবেশ করবে এবং সে দৈর্ঘ্য হবে ঘাট হাত লম্বা। তখন হতে অদ্যাবধি পর্যন্ত সৃষ্টিকুলের দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পেয়ে আসতেছে। (বুখারী ও মুসলিম)

⤎⤎⤎⤎⤎⤎⤎⤎⤎⤎সমাপ্ত⤏⤏⤏⤏⤏⤏⤏⤏⤏⤏