৫৫৬০/১৬: ইয়াহইয়া ইব্ন বুকায়ব (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে
বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি চায় যে, তার রিযিক প্রশস্ত হোক এবং
আয়ু বৃদ্ধি হোক; সে যেন তার আত্নীয়তার সম্পর্ক অক্ষুণ্ন রাখে ।
- আয়ু বৃদ্ধি অর্থ হতে পারে যে লাওহে মাহফুয থেকে ফিরিশতার দ্বারা ঐ ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে পরিবর্ধিত আয়ু লেখে দেন । অথবা রূপক অর্থে তার সুনাম সুখ্যাতি মৃত্যুর পরও দীর্ঘদিন জারী রাখেন, অথবা নেক কাজ বেশী করার তাওফিক দেন, অথবা মৃত্যুর পরও সে সাওয়াব পেতে থাকে ।