শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৬০ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬০/১৬: ইয়াহইয়া ইব্ন বুকায়ব (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি চায় যে, তার রিযিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক; সে যেন তার আত্নীয়তার সম্পর্ক অক্ষুণ্ন রাখে ।
  • আয়ু বৃদ্ধি অর্থ হতে পারে যে লাওহে মাহফুয থেকে ফিরিশতার দ্বারা ঐ ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে পরিবর্ধিত আয়ু লেখে দেন । অথবা রূপক অর্থে তার সুনাম সুখ্যাতি মৃত্যুর পরও দীর্ঘদিন জারী রাখেন, অথবা নেক কাজ বেশী করার তাওফিক দেন, অথবা মৃত্যুর পরও সে সাওয়াব পেতে থাকে ।

হাদিস নং: ৫৫৬১ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬১/১৭: বিশর ইব্ন মুহাম্মদ (রঃ) ……… হযরত হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেছেনঃ আল্লাহ্ সকল সৃষ্টিকে তৈরি করলেন । যখন তিনি সৃষ্টি কাজ শেষ করেন, তখন আত্নীয়তার সম্পর্ক বলে উঠলোঃ সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় গ্রহণকারীদের এই (উপযুক্ত) স্থান । তিঁনি (আল্লাহ্) বললেনঃ হ্যাঁ তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে , আমিও তার সাথে সুসম্পর্ক রাখবো । আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করবো । সে (রক্ত সম্পর্ক) বললোঃ হ্যাঁ আমি সন্তুষ্ট হে আমার রব! আল্লাহ্ বললেনঃ তা হলে এ মর্যদা তোমাকে দেওয়া হলো । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা ইচ্ছা করলে (এ আয়াতটি) পড়ঃ শীঘ্রই যদি তোমরা কর্তৃত্ব লাভ (নেতৃত্ব লাভ) কর, তা হলে কি তোমরা পৃথিবীতে ফিত্না ফ্যাসাদ সৃষ্টি করবে এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবে ?

হাদিস নং: ৫৫৬২ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬২/১৮: খালিদ ইব্ন মাখলাদ (রাঃ) ……… হযরত হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেছেনঃ রক্ত সম্পর্কের মূল রাহমান । আল্লাহ্ তা‘আলা বলেছেনঃ যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে, আমি তার সাথে সুসম্পর্ক রাখবো । আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করবো ।

হাদিস নং: ৫৫৬৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬৩/১৯: সাঈদ ইব্ন আবূ মারইয়াম (রঃ) ……… হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেছেনঃ আত্নীয়তার হক রাহমানের মূল । যে তাকে সঞ্জীবিত রাথবে, আমি তাকে সঞ্জীবিত রাখবো । আর যে তা ছিন্ন করবে, আমি তাকে (আমার থেকে) ছিন্ন করবো ।

হাদিস নং: ৫৫৬৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬৪/২০: আমর ইব্ন অব্বাস (রঃ) ……… হযরত আমর ইব্ন আস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) কে উচ্চস্বরে বলতে শুনেছি, আস্তে নয় । তিনি বলেছেনঃ অমুকের বংশ আমার বন্ধু নয় । আমর (রাঃ) বলেনঃ মুহাম্মদ ইব্ন জা‘ফরের কিতাবে বংশের পরে জায়গা খালি রয়েছে । (কোন বংশের নাম উল্লেখ নাই) । আমার বন্ধু, বরং আমার বন্ধু আল্লাহ ও নেককার মু‘মিনগণ । আনবাসা ভিন্ন সূত্রে হযরত আমর ইব্ন আস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (সাঃ) থেকে আমি শুনেছিঃ বরং তাদের সাথে (আমার) আত্নীয়তার হক রয়েছে, আমি সুসম্পর্কের রস দিয়ে তা সঞ্জীবিত রাখি ।

হাদিস নং: ৫৫৬৫ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৬৫/২১: মুহাম্মদ ইব্ন কাসীর (রঃ) ……… হযরত আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) থেকে বর্ণিত । রাবী সুফিয়ান বলেন, আমাশ এ হাদীস মারফূ‘রূপে বর্ণনা করেন নি । অবশ্য হাসান ইব্ন আমর ও ফিতর (রঃ) একে নবী (সাঃ) থেকে মারফূ হিসেবে বর্ণনা করেছেন । নবী (সাঃ) বলেছেনঃ প্রতিদানকারী আত্নীয়তার হক আদায়কারী নয় । বরং আত্নীয়তার হক আদায়কারী সে ব্যক্তি, যে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে ।