রবিবার, ২৯ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৬১০ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১০/৬৬: সাঈদ ইব্ন আবূ মারইয়াম (রঃ) ……… সাহল ইব্ন সা‘দ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ এক মহিলা (সাঃ) এর খিদমতে একখানা বুরদাহ্ নিয়ে আসলেন । সাহল (রাঃ) লোকজনকে জিজ্ঞাসা করলেনঃ আপনারা কি জানেন বুরদাহ কি? তারা বললেনঃ তা চাদর । সাহল (রাঃ) বললেনঃ এটি এমন চাদর যা ঝালরসহ বোনা হয়েছে  এরপর সেই মহিলা আরয করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনাকে এটি পরিধানের জন্য দিলাম । নবী (সাঃ) চাদরখানা এমন ভাবে গ্রহণ করলেন, যেন এটি তাঁর দরকার ছিল । এরপর তিনি এটি পরিধান করলেন । এরপর সাহাবীদের মধ্যে থেকে এক ব্যক্তি সেটি তাঁর দেহে দেখে আরয করলেনঃ ইয়া রাসূলাল্লাহ! এটা কতইনা  সুন্দর! আপনি এটি আমাকে দিয়ে দিন । নবী (সাঃ) বললেনঃ হ্যাঁ (দিয়ে দিব) । নবী (সাঃ) উঠে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা তাকে দোষারোপ করে বললেনঃ তুমি ভাল কাজ করোনি । যখন তুমি দেখলে যে,তিনি চাদরখানা এমন ভাবে গ্রহণ করেছেন, যেন এটি তাঁর প্রয়োজন ছিল । এরপরও তুমি সেটা চেয়ে বসলে । অথচ তুমি অবশ্যই জানো যে, তাঁর কাছে যখনই কোন জিনিস চাওয়া হয়, তখন তিনি কাউকে বিমুখ করেন না । তখন সেই ব্যক্তি বললোঃ যখন নবী (সাঃ) এটি পরিধান করেছেন, তখন তাঁর বরকত হাসিল করার আশায়ই আমি একাজ করেছি, যেন আমি এ চাদরটাকে আমার কাফনবানাতে পারি ।

হাদিস নং: ৫৬১১ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১১/৬৭: আবুল ইয়ামান (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, ইল্ম কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজের আধিক্য হবে । সাহাবাগণ জিজ্ঞাসা করলেনঃ ‘হারজ’ কি, ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেনঃ হত্যা,হত্যা ।

হাদিস নং: ৫৬১২ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১২/৬৮: মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি দশ বছর পর্যন্ত নবী (সাঃ) এর খেদমত করেছি । কিন্ত তিনি কখনো আমার প্রতি উঃ শব্দ বলেন নি । একথা জিজ্ঞাসা করেননি, তুমি এ কাজ কেন করলে এবং কেন করলে না ?

হাদিস নং: ৫৬১৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১৩/৬৯: হাফস ইব্ন উমর (রঃ) ……… হযরত আস্ওয়াদ (রঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি হযরত আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলামঃ নবী (সাঃ) নিজ গৃহে কী কাজে রত থাকতেন? তিনি বললেনঃ তিনি সাধারণ গৃহ-কর্মে ব্যস্ত থাকতেন । আর যখন সালাতের সময় হয়ে যেত, তখন উঠে সালাতে চলে যেতেন ।

হাদিস নং: ৫৬১৪ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১৪/৭০: আমর ইব্ন আলী (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ যখন আল্লাহ তা‘আলা কোন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাঈল (আঃ) কে ডেকে বলেন, আল্লাহ তা‘আলা অমুক বান্দাকে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসবে । তখন জিব্রাঈল (আঃ) তাকে ভালোবাসেন এবং তিনি আসমান বাসীদের নিকট ঘোষণা করে দেন যে, আল্লাহ তা‘আলা অমুককে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালবাসবে । তখন আসমান বাসীরাও তাকে ভালবাসতে শুরূ করে । তারপর আল্লাহ তা‘আলার তরফ থেকে যমীনবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা সৃষ্টি করা হয় ।

হাদিস নং: ৫৬১৫ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৬১৫/৭১: আদাম (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সাঃ) বলেছেনঃ কোন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না, যতক্ষন না সে কোন মানুষকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালবাসবে, আর যতক্ষণ না সে, যে কুফরী থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছেন, তার দিকে ফিরে যাওয়ার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সর্বাধিক প্রিয় মনে করবে এবং যতক্ষণ না আল্লাহ ও তাঁর রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন ।