৫০৭৪/০৪: মাতার ইব্ন ফাযল (রঃ) ……… হযরত
আনাস ইব্ন মালিক (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আবূ তালহার এক ছেলে অসুস্থ হয়ে পড়লো
। আবূ তালহা (রাঃ) বাইরে গেলেন, তখন ছেলেটি মারা গেল । আবূ তালহা (রাঃ) ফিরে এসে জিজ্ঞাসা
করলেনঃ ছেলেটি কি করছে? উম্মে সুলায়ম বললেনঃ সে আগের চাইতে শান্ত । তারপর তাকে রাতের
খাবার দিলেন । তিনি আহার করলেন । তারপর উম্মে সুলায়মের সাথে সহবাস করলেন ।সহবাস ক্রিয়া
শেষে উম্মে সুলায়ম বললেনঃ ছেলেটিকে দাফন করে আস । সকাল হলে আবূ তালহা (রাঃ) রাসূলুল্লাহ্
(সাঃ) এর কাছে এস তাঁকে এ ঘটনা বললেন । তিনি জিজ্ঞাসা করলেনঃ গত রাতে তুমি কি স্ত্রীর
সঙ্গে রয়েছ? তিনি বললেনঃ হ্যা! নবী (সাঃ) বললেনঃ ইয়া আল্লাহ! তাদের জন্য তুমি বরকত
দান কর । কিছুদিন পর উম্মে সুলায়ম একটি সন্তান প্রসব
করলো । (রাবী বলেনঃ) আবূ তালহা (রাঃ) আমাকে বললেন, তাকে তুমি দেখা-শুনা কর যতক্ষণ না
আমি তাকে নবী (সাঃ) এর কাছে নিয়ে যাই । তারপর তিনি তাকে নবী (সাঃ) এর কাছে নিয়ে গেলেন
। উম্মে সুলায়ম সাথে কিছু খেজুর দিয়ে দিলেন । নবী (সাঃ) তাকে (কোলে) নিলেন এবং জিজ্ঞেস
করলেন, তার সাথে কিছু আছে? তারা বললেনঃ হ্যা আছে । তিনি তা নিয়ে চর্বণ করলেন তারপর
মুখ থেকে বের করে বাচ্চাটির মুখে দিলেন । তিনি এর দ্বারাই তার তাহনীক করলেন এবং তার
নাম রাখলেন ‘আবদুল্লাহ্’ ।