শুক্রবার, ১১ জুন, ২০১০

হাদিস নং: ৪৪০৩

অনুবাদ: হযরত আবদুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন- একদা এক ব্যাক্তি রাসূলুল্লাহ (সাঃ) কে জি্জ্ঞেস করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বেললেন- অপরকে খাওয়ার খাওয়ানো এবং যাকে চিন বা যাকে না চিন সবাইকে সালাম করা। (বুখারী ও মুসলিম)

⤎⤎⤎⤎⤎⤎⤎⤎⤎⤎সমাপ্ত⤏⤏⤏⤏⤏⤏⤏⤏⤏⤏

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন