بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْقَارِعَةُ
০১. করাঘাতকারী
০১. করাঘাতকারী
مَا الْقَارِعَةُ
০২. করাঘাতকারী কি?
০২. করাঘাতকারী কি?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
০৩. করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন?
০৩. করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
০৪. যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
০৪. যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
০৫. এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
০৫. এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
০৬. অতএব যার পাল্লা ভারী হবে,
০৬. অতএব যার পাল্লা ভারী হবে,
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
০৭. সে সুখীজীবন যাপন করবে।
০৭. সে সুখীজীবন যাপন করবে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
০৮. আর যার পাল্লা হালকা হবে,
০৮. আর যার পাল্লা হালকা হবে,
فَأُمُّهُ هَاوِيَةٌ
০৯. তার ঠিকানা হবে হাবিয়া।
০৯. তার ঠিকানা হবে হাবিয়া।
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
১০. আপনি জানেন তা কি?
১০. আপনি জানেন তা কি?
نَارٌ حَامِيَةٌ
১১. প্রজ্জ্বলিত অগ্নি!
১১. প্রজ্জ্বলিত অগ্নি!
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন