৫৬৩৩/৮৯: মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত ইব্ন মাস্উদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (সাঃ) (গনীমতের মাল) ভাগ করলেন । তখন আনসারদের মধ্য থেকে এক (মুনাফিক) ব্যক্তি বললঃ আল্লাহ্র কসম! এ কাজে মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র সন্তষ্টি চাননি । তখন আমি এসে রাসূলুল্লাহ্ (সাঃ) কে এ কথার খবর দিলাম । এতে তাঁর চেহারার রং বদলে গেল । তিনি বললেনঃ আল্লাহ্ মূসা (আঃ) এর উপর রহম করূন । তাঁকে এর চাইতে অনেক বেশী কষ্ট দেওয়া হয়েছে; তবুও তিনি সবুর করেছেন ।
কুরআন শরীফ,বুখারী শরীফ,মুসলিম শরীফ,নাসায়ী শরীফ,আবু দাউদ শরীফ,তিরমিযী শরীফ,ইবনে মাজাহ শরীফ
শনিবার, ২৮ জুলাই, ২০১২
হাদিস নং: ৫৬৩৩ (আচার-ব্যবহার অধ্যায়)
৫৬৩৩/৮৯: মুহাম্মদ ইব্ন ইউসুফ (রঃ) ……… হযরত ইব্ন মাস্উদ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (সাঃ) (গনীমতের মাল) ভাগ করলেন । তখন আনসারদের মধ্য থেকে এক (মুনাফিক) ব্যক্তি বললঃ আল্লাহ্র কসম! এ কাজে মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র সন্তষ্টি চাননি । তখন আমি এসে রাসূলুল্লাহ্ (সাঃ) কে এ কথার খবর দিলাম । এতে তাঁর চেহারার রং বদলে গেল । তিনি বললেনঃ আল্লাহ্ মূসা (আঃ) এর উপর রহম করূন । তাঁকে এর চাইতে অনেক বেশী কষ্ট দেওয়া হয়েছে; তবুও তিনি সবুর করেছেন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন