পরিচ্ছেদ : ০০০০/ মহান আল্লাহ্ তা‘আলার বাণীঃ নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত জিনিস, শয়তানের কাজ । সুতরাং তোমরা তা পরিহার কর, যেন তোমরা সফলকাম হতে পার । (সূরা মায়িদাহঃ আয়াত ৯০) -
পরিচ্ছেদ
: ২২২১/ আঙ্গুর থেকে
তৈরি মদ । -
পরিচ্ছেদ
: ২২২২/ মদ হারাম হওয়ার
আয়াত নাযিল হয়েছে এবং তা তৈরি হত কাঁচা ও পাকা খেজুর থেকে ।
-
পরিচ্ছেদ
: ২২২৩/ মধুর তৈরি মদ
। এটিকে পরিভাষায় ‘বিতা’ বলে । -
পরিচ্ছেদ
: ২২২৪/ মদ এমন পানীয়
দ্রব্য যা বিবেক বিলোপ করে দেয় । -
পরিচ্ছেদ
: ২২২৫/ যে ব্যক্তি
মদকে ভিন্ন নামে নামকরণ করে হালাল মনে করে । -
পরিচ্ছেদ
: ২২২৬/ বড় ও ছোট পাত্রে
‘নবীয’ তৈরি করা । -
পরিচ্ছেদ
: ২২২৭/ বিভিন্ন ধরনের
বরতন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী (সাঃ) এর পক্ষ থেকে পুনঃঅনুমতি প্রদান ।
-
পরিচ্ছেদ
: ২২২৮/ শুকনো খেজুরের
রস যতক্ষণ না তা নেশার সৃষ্টি করে । -
পরিচ্ছেদ
: ২২২৯/ ‘বাযাক’ (অর্থাৎ আঙ্গুরের সামান্য পাকানো রস) এর বর্ণনা ।
এবং যারা নেশার উদ্রেককারী যাবতীয় পানীয় নিষিদ্ধ বলেন তার বর্ণনা ।
-
পরিচ্ছেদ
: ২২৩০/ যারা মনে করে
নেশাদার হওয়ার পর কাঁচা ও পাকা খেজুর একত্রে মিলানো উচিৎ নয় এবং উভয়ের রসকে একত্রিত করা উচিৎ নয় ।
-
পরিচ্ছেদ
: ২২৩১/ দুধ পান করা
। মহান আল্লাহ্ তা‘আলার বাণীঃ “তোমাদের জন্যে চতুস্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ
রয়েছে । আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্যে থেকে গোবর ও রক্ত
নিঃসৃত দুগ্ধ যা পানকারীদের জন্যে উপাদেয় ।(সূরা নাহলঃ ৬৬) । -
পরিচ্ছেদ
: ২২৩২/ সুপেয় পানি
তালাশ করা । -
পরিচ্ছেদ
: ২২৩৩/ পানি মিশ্রিত
দুধ পান করা । -
পরিচ্ছেদ
: ২২৩৪/ মিষ্টি দ্রব্য
ও মধু পান করা । যুহরী (রঃ) বলেছেন, ভীষণ মারাত্নক অবস্থার সৃষ্টি হলেও মানুষের পেশাব
পান করা হালাল নয় । কেননা, পেশাব নাপাক । আল্লাহ্ তা‘আলার বাণীঃ “তোমাদের জন্য হালাল
করা হয়েছে সকল পবিত্র জিনিস ।” ইব্ন মাসউদ (রাঃ) নেশাদ্রব্য সম্পর্কে বলেছেনঃ আল্লাহ্
তোমাদের উপর যেসকল জিনিস হারাম করেছেন তাতে তোমাদের জন্য কোন নিরাময় রাখেন নি ।
-
পরিচ্ছেদ
: ২২৩৫/ দাঁড়ানো অবস্থায়
পান করা । -
পরিচ্ছেদ
: ২২৩৬/ উটের পিঠে আরোহী
অবস্থায় পান করা । -
পরিচ্ছেদ
: ২২৩৭/ পান করার ক্ষেত্রে
প্রথমে ডানের ব্যক্তি, তারপর ক্রমান্বয়ে ডানের ব্যক্তির অগ্রাধিকার ।
-
পরিচ্ছেদ
: ২২৩৮/ পান করতে দেওয়ার
ক্ষেত্রে বয়স্ক লোককে অগ্রাধিকার দেওয়ার জন্য তার ডানে অবস্থিত লোক থেকে অনুমতি গ্রহণ
করতে হবে কি ? -
পরিচ্ছেদ
: ২২৩৯/ অঞ্জলী দ্বারা
হাউজের পানি পান করা । -
পরিচ্ছেদ
: ২২৪০/ ছোটরা বড়দের
খেদমত করবে । -
পরিচ্ছেদ
: ২২৪১/ পাত্রসমূহকে
ঢেকে রাখা । -
পরিচ্ছেদ
: ২২৪২/ মশকের মুখ খুলে
তাতে মুখ লাগিয়ে পান করা । -
পরিচ্ছেদ
: ২২৪৩/ মশকের মুখ থেকে
পানি পান করা । -
পরিচ্ছেদ
: ২২৪৪/ পান পাত্রে
নিঃশ্বাস ফেলা । -
পরিচ্ছেদ
: ২২৪৫/ দুই কিংবা তিন
শ্বাসে পানি পান করা । -
পরিচ্ছেদ
: ২২৪৬/ সোনার পাত্রে
পানি পান করা । -
পরিচ্ছেদ
: ২২৪৭/ সোনা-রূপার
পাত্রে পানি পান করা । -
পরিচ্ছেদ
: ২২৪৮/ পেয়ালায় পান
করা । -
পরিচ্ছেদ
: ২২৪৯/ নবী (সাঃ) এর
ব্যবহৃত পেয়ালায় পান করা এবং তাঁর পাত্র সমূহের বর্ণনা । -
পরিচ্ছেদ
: ২২৫০/ বরকত পান করা
ও বরকতযুক্ত পানির বর্ণনা । -
হাদিস নং: ৫২৩৭/৬৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন