রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

হাদিস নং: ৫০৭৩ (আকীকা অধ্যায়)

৫০৭৩/০৩: ইসহাক ইব্ন নাসর (রঃ) ……… হযরত আসমা বিন্ত আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত । তিনি ‘আবদুল্লাহ্ ইব্ন যুবায়র’ কে মক্কায় গর্ভে ধারণ করেন । তিনি বলেন, গর্ভকাল পূর্ণ হওয়া অবস্থায় আমি বেরিয়ে মদীনায় আসলাম এবং কুবায় অবতরণ করলাম । কুবাতেই আমি তাকে প্রসব করি । তারপর তাকে নিয়ে রাসূলুল্লাহ্ (সাঃ) এর কাছে এসে তাকে তাঁর কোলে রাখলাম । তিনি একটি খেজুর আনতে বললেন । তা চিবিয়ে তিনি তার মুখে দিলেন । রাসূলুল্লাহ্ (সাঃ) এর এই লালাই সর্বপ্রথম তার পেটে প্রবেশ করেছিল । তারপর তিনি খেজুর চিবিয়ে তাহনীক করলেন এবং তার জন্যে বরকতের দু‘আ করলেন । (হিজরতের পরে) ইসলামে সেই ছিল প্রথম জন্মগ্রহণকারী । তাই তার জন্যে মুসলিমরা অত্যন্ত খুশী হয়েছিলেন । কারণ, তাদের বলা হতো ইয়াহূদীরা তোমাদের যাদু করেছে, তাই তোমাদেরন সন্তান হয় না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন