রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

হাদিস নং: ৫০৭১ (আকীকা অধ্যায়)

৫০৭১/০১: ইসহাক ইব্ন নাসর (রঃ) ……… হযরত আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে নিয়ে নবী (সাঃ) এর কাছে গেলাম । তিনি তার নাম রাখলেন ইব্রাহীম । তারপর খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বরকতের দু‘আ করে আমার কাছে ফিরিয়ে দিলেন । সে ছিল আবূ মূসার বড় সন্তান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন