৫৯০২/৩৭: মুহাম্মদ ইব্ন মাহবুব (রঃ) ……… আনাস (রাঃ) থেকে বর্ণিত । নবী
(সাঃ) জুমু‘আর দিনে খুতবা দিচ্ছিলেন । একব্যক্তি দাঁড়িয়ে বললো : । ইয়া আল্লাহ আপনি
আমাদের উপর বৃষ্টির জন্য দু’আ করূন । (তিনি দু’আ করলেন) তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল
এবং এমন বৃষ্টি হলো যে, মানুষ আপন ঘরে পৌছতে পারলো না এবং পরবর্তী জুমু‘আ পর্যন্ত একাধারে
বৃষ্টি হতে থাকলো । পরবর্তী জুমু’আর দিনে সেই ব্যক্তি অন্য একব্যক্তি দাঁড়িয়ে বললো
: আপনি আল্লাহর কাছে দু’আ করূন, তিনি যেন আমাদের
উপর থেকে মেঘ সরিয়ে নেন । আমরা তো ডুবে গেলাম । তখন তিনি দু’আ করলেন : ইয়া আল্লাহ!
আপনি আমাদের আশে-পাশে বর্ষণ করূন । আমাদের উপর (আর) বর্ষণ করবেন না । তখন মেঘ বিক্ষিপ্ত
হয়ে আশে-পাশে ছড়িয়ে পড়লো । মদীনাবাসীর উপর আর বৃষ্টি হলো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন