শুক্রবার, ৬ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯০৩ (দু‘আ অধ্যায়)

৫৯০৩/৩৮: মূসা ইব্ন ইসমাঈল (রঃ) ……… আব্দুল্লাহ ইব্ন যায়দ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার নবী (সাঃ) ইসতিসকার (বৃষ্টির) সালাতের উদ্দেশ্যে এ ঈদগাহে গমন করলেন এবং বৃষ্টির জন্য দু’আ করলেন । তারপর কিবলামুখী হয়ে নিজের চাদরখানা উল্টিয়ে গায়ে দিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন