শুক্রবার, ৬ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯০৮ (দু‘আ অধ্যায়)

৫৯০৮/৪৩: সাঈদ ইব্ন উফায়র (রঃ) ……… আয়িশা (রাঃ) বর্ণনা করেন । নবী (সাঃ) সুস্থাবস্থায় বলতেন : জান্নাতের স্থান না দেখিয়ে কোন নবীর জান কবয করা হয় না, যতক্ষণ না তাঁকে তাঁর ঠিকানা দেখানো হয় এবং তাঁকে ইখতিয়ার দেওয়া হয় (দুনিয়াতে থাকবেন না আখিরাতকে গ্রহণ করবেন) । এরপর যখন তাঁর মৃত্যুকাল  উপস্থিত হলো, তখন তাঁর মাথাটা আমার উরূর উপর ছিল । কিছুক্ষণ অজ্ঞান থাকার পর তাঁর জ্ঞান ফিরে এলো । তখন তিনি ছাদের দিকে তাকিয়ে বললেন : “আল্লাহুম্মা রাফীকাল আলা” ইয়া আল্লাহ! আমি রাফীকে আলা (শ্রেষ্ঠ বন্ধু) কে গ্রহণ করলাম । আমি বললাম : এখন থেকে তিনি আর আমাদের পছন্দ করবেন না । আর এটাও বুঝতে পারলাম যে, তিনি সুস্থাবস্থায় আমাদের কাছে যা বলতেন এটি তাই । আর তা সঠিক । আয়িশা (রাঃ) বলেন এটি ছিল তাঁর সর্বশেষ বাক্য যা তিনি বললেন : “ইয়া আল্লাহ! আমি শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করলাম” ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন