৫৯১২/৪৭: কুতায়বা ইব্ন সাঈদ (রঃ) ……… সায়িব ইব্ন ইয়াযীদ (রাঃ) বর্ণনা করেন
। আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট গেলেন এবং বললেন : ইয়া রাসূলুল্লাহ!
আমার এ ভাগ্নেটি অসুস্থ । তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দু’আ
করলেন । এরপর তিনি অযু করলে, আমি তাঁর অযুর পানি থেকে কিছুটা পান করলাম । তারপর আমি
তাঁর পিঠের দিকে গিয়ে দাঁড়ালাম । তখণ আমি তাঁর উভয় কাঁধের মাঝে মোহরে নবূওয়াত দেখতে
পেলাম । সেটা ছিল খাটের চাঁদোয়ার ঝালরের মত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন