৫৯১৭/৫২: আদম (রঃ) ……… আব্দুর রাহমান ইব্ন আবূ লায়লা (রঃ) বর্ণনা করেন,
একবার আমার সঙ্গে কাব ইব্ন উজরাহ (রাঃ) এর সাক্ষাত হলো । তিনি বললেন : আমি কি তোমাকে
একটি হাদিয়া দেবো না? তা হলো এই : একদিন নবী (সাঃ) আমাদের নিকট বেরিয়ে আসলেন, তখন আমরা
বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে কেমন করে সালাম দেব, আমরা আপনার উপর দরূদ কিভাবে
পড়বো? তিনি বললেন : তোমরা বলবে, ইয়া আল্লাহ! আপনি মুহাম্মদ (সাঃ)-এর উপর ও তাঁর পরিবারবর্গের
উপর খাস রহমত বর্ষণ করূন, যেমন আপনি ইব্রাহীম (আঃ)-এর পরিবারের উপর খাস রহমত বর্ষণ
করেছেন । নিশ্চয়ই আপনি প্রশংসিত, উচ্চ মর্যাদাশীল । ইয়া আল্লাহ! আপনি মুহাম্মদ (সাঃ)-এর
উপর ও তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করূন, যেমন আপনি ইব্রাহীম (আঃ)-এর পরিবারবর্গের
উপর বরকত নাযিল করেছেন । নিশ্চয়ই আপনি প্রশংসিত, উচ্চ মর্যাদাশীল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন