৫৯১৩/৪৮: আব্দুলাহ ইব্ন ইউসুফ (রঃ) ……… আবূ আকীল (রঃ) বর্ণনা করেন । তাঁর
দাদা আব্দুল্লাহ ইব্ন হিশাম (রাঃ) তাকে নিয়ে তিনি বাজারের দিকে বের হতেন । সেখান সেখান
থেকে খাদ্যদ্রব্য কিনে নিতেন । তখন পথে ইব্ন যুবায়র (রাঃ) ও ইব্ন উমর (রাঃ) এর দেখা
হলে, তাঁরা তাঁকে বলতেন যে, এর মধ্যে আপনি আমাদেরকেও শরীক করে নিন। কারণ নবী (সাঃ)
আপনার জন্য বরকতের দু’আ করেছেন । তখন তিনি তাঁদের শরীক করে নিতেন । তিনি বাহনের পিঠে
লাভের শস্যাদি পুরোপুরি পেতেন, আর তা ঘরে পাঠিয়ে দিতেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন