বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯১৮ (দু‘আ অধ্যায়)

৫৯১৮/৫৩: ইব্রাহীম ইব্ন হামযা (রঃ) ……… আবূ সাঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেন, একবার আমরা বললাম : ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! এই যে ‘আস্সালামু আলাইকা’ তা তো আমরা জেনে নিয়েছি । তবে আপনার উপর দুরূদ কিভাবে পড়বো ? তিনি বললেন : তোমরা পড়বে : ইয়া আল্লাহ! আপনি আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মদ (সাঃ) এর উপর খাছ রহমত বর্ষণ করূন । যেমন করে আপনি ইব্রাহীম (আঃ) এর উপর রহমত নাযিল করেছেন । আর আপনি মুহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারবর্র্গের উপর বরকত বর্ষণ করূণ, যে রকম আপনি ইব্রাহীম (আঃ) এর উপর এবং তাঁর পরিবারবর্গের উপর বরকত নাযিল করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন