বুধবার, ১ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৮৬ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৮৬/৪২: আবূ নু‘আয়ম (রঃ) ……… হযরত নু‘মান ইব্ন বশীর (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ তুমি মু‘মিনদের দয়া, ভালবাসা ও সহানুভূতি প্রদর্শনে একটি দেহের ন্যায় দেখতে পাবে । যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয়, তখন শরীরের সমমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে রাত জাগে এবং জ্বরে অংশ গ্রহণ করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন