বুধবার, ১ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৮৩ (আচার-ব্যবহার অধ্যায়)

৫৫৮৩/৩৯: মুসাদ্দাদ (রঃ) ……… হযরত আবূ সুলায়মান মালিক ইব্ন হুওয়ায়রিস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমরা কয়েকজন নবী (সাঃ) এর দরবারে এলাম । তখন আমরা ছিলাম, প্রায় সমবয়সী যুবক । বিশ দিন থাঁর কাছে আমরা অবস্থান করলাম । তিনি বুঝতে পারলেন, আমরা আমাদের পরিবারবর্গের কাছে ফিরে যেতে উদগ্রীব হয়ে পড়েছি । যাদের আমরা বাড়িতে রেখে এসেছি । তাদের সম্পর্কে তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন । আমরা তা তাঁকে অবহিত করলাম । তিনি ছিলেন কোমল হৃদয় ও দয়ালু । তাই তিনি বললেনঃ তোমরা তোমাদের পরিবারবর্গের কাছে ফিরে যাও । তাদের (কুরআন) শিক্ষা দাও, (স কাজের) আদেশ কর এবং যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ ঠিক সেভাবে সালাত আদায় কর । যখন সালাতের ওয়াক্ত হবে, তখন তোমাদের একজন আযান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন