বুধবার, ১ আগস্ট, ২০১২

হাদিস নং: ৫৫৮৫ (আচার-ব্যবহার অধ্যায়)

 ৫৫৮৫/৪১: আবুল ইয়ামান (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাঃ) একবার সালাতে দাঁড়ান । আমরাও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলাম । এ সময় এক বেদুঈন সালাতের মধ্যে থেকেই বল উঠলোঃ ইয়া আল্লাহ্! আমার ও মুহাম্মদ (সাঃ) এর উপর রহম করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না । নবী (সাঃ) সালাম ফিরানোর পর বেদুঈন লোকটিকে বললেনঃ তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থা আল্লাহর রহমতকে সংকুচিত করেছো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন