৫৫৮৪/৪০: ইসমাঈল (রঃ) ……… হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্
(সাঃ) বলেছেনঃ একদা এক ব্যক্তি ঞেঁটে যাচ্ছিল । তার তীব্র পিপাসা লাগে । সে একটি কূপ
পেয়ে গেল । সে তাতে অবতরণ করলো এবং পানি পান করলো, তারপর উঠে এলো । হঠাৎ দেখলো, একটি কুকুর
হাপাচ্ছে । পিপাসায় কাতর হয়ে কাঁদা চাটছে । লোকটি ভাবলো, এ কুকুরটি পিপাসায় যেরূপ কষ্ট
পাচ্ছে, সেরূপ কষ্ট আমারও হয়েছিল । তখন সে কূপে অবতরণ করলো এবং তার মোজার মধ্যে পানি
ভরলো, তারপর মুখদিয়ে তা (কামড়িয়ে) ধরে উপরে উঠে এলো । তারপর সে কুকুরটিকে পানি পান
করালো । আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন । সাহাবীগণ জিজ্ঞাসা
কররেনঃ ইয়া রাসূলুল্লাহ্! জীব-জন্তুর জন্যও কি আমাদের পুরস্কার আছে ? নবী (সাঃ) বললেনঃ
হ্যাঁ! প্রত্যেক দয়ার্দ্র হৃদয়ের অধিকারীদের জন্যে পুরস্কার আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন