সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

হাদিস নং: ৪৯৭০ (ভরণ- পোষণ অধ্যায়)

৪৯৭০/১১ মুসাদ্দাদ (রঃ) ……… হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত যে, একদা হযরত ফাতিমা (রাঃ) যাঁতা ব্যবহারে তাঁর হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী (সাঃ) এর কাছে আসলেন । তাঁর কাছে নবী (সাঃ) এর নিকট আসার খবর দাস পৌছেছিল । কিন্ত তিনি নবী (সাঃ) কে পেলেন না । তখন তিনি তাঁর অভিযোগ হযরত আয়িশা (রাঃ) এর কাছে বললেন । নবী (সাঃ) ঘরে আসলে হযরত আয়িশা (রাঃ) তাঁকে জানালেন । হযরত আলী (রাঃ) বলেনঃ রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম, তখন তিনি আমাদের কাছে অসলেন । আমরা উঠতে চাইলাম, কিন্ত তিনি বললেনঃ তোমরা উভয়ে নিজ স্থানে থাক । তিনি এসে আমার ও ফাতিমার মাঝখানে বসেলেন । এমনকি আমি আমার পেটে তাঁর পায়ের শীতলতা অনুভব করেছিলাম । তারপর তিনি বললেনঃ তোমরা যা চেয়েছ তার চেয়ে কি কল্যাণকর বিষয় সম্বন্ধে তোমাদের অবহিত করব না ? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেনঃ তোমরা যখন তোমাদের বিছানায় যাবে, তখন ৩৩বার “সুবহানাল্লাহ্”, ৩৩বার “আল্ হামদুলিল্লাহ্” এবং ৩৪বার “আল্লাহু আকবার” পাঠ করবে । খাদেম অপেক্ষা ইহা তোমাদের জন্য অধিক কল্যাণকর ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন