৪৯৬৬/০৭ মুহাম্মদ ইব্ন সালাম (রঃ) ……… মা‘মার (রঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন, সাওরী (রঃ) আমাকে জিজ্ঞাসা করলেনঃ কোন ব্যক্তি তার পরিবারের জন্য বছরের বা বছরের
কিছু অংশের খাদ্য সঞ্চয় করে রাখা সম্পর্কে আপনি কোন হাদীস শুনেছেন কি ? মা‘মার (রঃ)
বলেনঃ তখন আমার কোন হাদীস মনে হলো না । পরে একটি হাদীসের কথা আমার মনে পড়ল, যা ইব্ন
শিহাব যুহরী (রঃ) মালিক ইব্ন আওসের সূত্রে
উমর (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, নবী (সাঃ) বনূ নাযীরের খেজুর বিক্রি করে ফেলতেন এবং
পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন