সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

হাদিস নং: ৪৯৬৮ (ভরণ- পোষণ অধ্যায়)

৪৯৬৮/০৯ ইব্ন মুকাতিল (রঃ) ……… হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, হিনদা বিনতে উতবা এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আবূ সুফিয়ান কঠিন লোক । আমি যদি তার মাল থেকে পরিবারের কাউকে কিছু দেই তাহলে আমার কি গুনাহ হবে ? তিনি বললেনঃ না, তবে সঙ্গত ভাবে ব্যয় করবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন