৬৯৬৭/১০০: ইয়াসারা
ইব্ন সাফওয়ান ইব্ন জামীল লাখিমী (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
। নাবী (সাঃ) বলেছেনঃ একদা আমি ঘুমন্ত অবস্থায় আমাকে একটি কূপের কাছে দেখতে পেলাম ।
তারপর আমি সে কূপ থেকে আল্লাহ্ এর ইচ্ছা অনুযাযী পানি ওঠালাম । তারপর আবূ কুহাফার পুত্র
(হযরত আবূ বকর (রাঃ)) তা (হাতে) নিলেন এবং তিনি এক বা দুই বালতি উঠালেন । তার ওঠানোর
মধ্যে একটু দুর্বলতা ছিল । তাকে আল্লাহ্ মাফ করূন । তারপর হযরত উমর (রাঃ) তা (হাতে)
নিলেন । তখন তা বিরাট একটি বালতিতে রপান্তরিত হল । আমি লোকের মধ্যে কোন মহাবীরকেও
তার মত পানি তূলতে আর দেখিনি । এমনকি লোকেরা কূপটির পার্শ্বে উটশালা তৈরী করে নিল
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন