৬৯৬১/৯৪: মুআল্লা
ইব্ন আসা’দ (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ্
এর নাবী সুলায়মান (আঃ) এর ষাটজন স্ত্রী ছিল । একদা সুলায়মান (আঃ) বললেনঃ আজ রাতে আমার
সব স্ত্রীর কাছে যাব । যার ফলে স্ত্রীরা সবাই গর্ভবতী হয়ে এক একজন সন্তান প্রসব করবে,
যারা অশ্বারোহী অবস্হায় আল্লাহর পথে জিহাদ করবে । অতএব সুলায়মান (আঃ) তাঁর সব স্ত্রীর
কাছে গেলেন, তবে তাদের থেকে একজন স্ত্রী ছাড়া আর কেউ গর্ভবতী হলো না। সেও প্রসব করলো
একটি অপূর্ণাঙ্গ সন্তান । নাবী (সাঃ) বললেনঃ যদি সুলায়মান (আঃ) ইনশা আল্লাহ্ বলতেন,
তাহলে স্ত্রীরা সবাই গর্ভবতী হয়ে যেতো এবং প্রসব করতো এমন সন্তান যারা অশ্বারোহী অবস্হায়
আল্লাহর রাস্তায় জিহাদ করত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন