৬৯৬৩/৯৬: ইব্ন
সালাম (রহঃ) . . . . . হযরত আবূ কাতাদা তাঁর পিতা (রাঃ) থেকে বর্ণনা করেন । যখন তাঁরা
সালাত (নামায/নামাজ) থেকে ঘুমিয়ে ছিলেন তখন নাবী (সাঃ) বলেছিলেনঃ আল্লাহ্ তা‘আলা যখন
ইচ্ছা করেন তোমাদের রূহকে নিয়ে যান, আর যখন ইচ্ছা ফিরিয়ে দেন । এরপর তারা তাদের প্রয়োজন
সেরে নিলেন এবং উযূ (ওজু/অজু/অযু) করলেন । এতে সূর্য উদিত হয়ে শ্বেতবর্ন হয়ে গেল ।
নাবী (সাঃ) উঠলেন সালাত (নামায/নামাজ) আদায় করলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন