রবিবার, ৮ জুন, ২০১৪

হাদিস নং: ৬৯৬৪ (জাহমিয়াদের মতের খন্ডন ও তাওহীদ প্রসঙ্গ অধ্যায়)

৬৯৬৪/৯৭: ইয়াহইয়া ইব্ন কাযাআ ও ইসমাঈল (রহঃ) . . . . . হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা একজন মুসলমান ও একজন ইহুদী পরম্পর গালমন্দ করল । মুসলিম ব্যাক্তিটি বলল, সে মহান সত্তার কসম! যিনি জগতসমূহের ওপর মুহাম্মাদ (সাঃ) -কে মনোনীত করেছেন । এরপর ইহিদীটিও বলল- সে মহান সত্তার কসম! যিনি জগতসমুহের ওপর মূসা (আঃ) -কে মনোনীত করেছেন । এরপরই মুসলিম লোকটি হাত উঠিয়ে ইহুদীকে চপেটাঘাত করল । এই প্রেক্ষিতে ইহুদী রাসূলুল্লাহ্ (সাঃ) -এর কাছে গেল এবং তার ও মুসলিম ব্যাক্তির মধ্যে যা ঘটেছে তা জানাল । তারপর রাসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ তোমরা আমাকে মূসার উপর প্রাধান্য দিও না । কেননা, সব মানুষ (শিঙ্গায় ফূকারে) বেহুঁশ হয়ে যাবে । তখন সর্বপ্রথম আমি হুঁশ ফিরে পাব । পেয়েই দেখব, মূসা (আঃ) আরশের একপাশ ধরে আছেন । অতএব আমি জানি না, তিনি কি বেহুঁশ হয়ে আমার আগেই হুঁশ ফিরে পেয়ে গেলেন, নাকি তিনি তাঁদের অন্তর্ভুক্ত, যাদেরকে আল্লাহ্ বেহুঁশ হওয়া থেকে মুক্ত রেখেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন