৬৯৬০/৯৩: আবদুল্লাহ
ইব্ন মুহাম্মাদ (রহঃ) . . . . . হযরত উবাদা ইব্ন সামিত (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন,
আমি একদল লোকের সাথে রাসূলুল্লাহ্ (সাঃ) -এর কাছে বায়‘আত করেছি । তিনি বললেনঃ আমি তোমাদের
বায়‘আত এ শর্তে কবূল করছি যে, তোমরা আল্লাহর সঙ্গে কোন কিছুকে শরীক করবে না, চুরি
করবে না, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, তোমাদের হাত ও পায়ের মধ্যবর্তী লজ্জাস্হানকে
কেন্দ্র করে কোন ভিত্তিহীন জিনিস গড়বে না, কোন ভাল কাজে আমার অবাধ্য হবে না । তোমাদের
থেকে যারা ওসব যথাযথ পুরা করবে, আল্লাহর কাছে তার প্রতিদান রয়েছে । আর যারা ওসব নিযিদ্ধ
জিনিসের কোনটায় লিপ্ত হয়ে গেলে তাকে যদি সে কারণে দূনিয়ায় শাস্তি প্রদান করা হয়, তা
হলে তা হবে তার জন্য কাফফারা এবং পবিত্রতা । আর যাদের দোষ আল্লাহ ঢেকে রাখেন সেটি আল্লাহ্
এর ইচ্ছাধীন বিষয় । তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন