৫৮৫৪/৬১: আবদান (রঃ) ……… হযরত আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ
(সাঃ) একদিন কিছু মাল লোকজনকে বন্টন করে দিলেন । তখন একজন আনসারী মন্তব্য করলেন যে,
এ বন্টনটি এমন, যার মধ্যে আল্লাহর সন্তষ্টির প্রতি লক্ষ্য রাখা হয়নি । তখন আমি বললাম
সাবধান! আল্লাহর কসম! আমি নিশ্চয়ই নবী (সাঃ) এর নিকট গিয়ে এ কথাটি বলে দিব । এরপর আমি
তাঁর নিকট গেলাম । কিন্ত তখন তিনি একদল সাহাবীর মধ্যে ছিলেন । তাই আমি কথাটি তাঁকে
কানে-কানেই বললাম তখন তিনি রেগে গেলেন । এমনকি তাঁর চেহারার রং লাল হয়ে গেল । কিছুক্ষণ
পরে তিনি বললেন : মূসা (আঃ) এর উপর রহমত নাযিল হোক । তাঁকে এর চাইতেও অধিক কষ্ট দেওয়া
হয়েছে, কিন্ত তিনি ধৈর্যধারণ করেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন