৫৮৪৬/৫৩: কুতায়বা (রঃ) ……… হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, উম্মে
সুলায়ম (রাঃ) নবী (সাঃ) এর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং তিনি সেখানেই ঐ চামড়ার
বিছানার উপর কায়লুলা করতেন এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি তাঁর শরীরের কিছুটা
ঘাম ও চুল সংগ্রহ করতেন এবং তা একটা শিশির মধ্যে জমাতেন এবং পরে ‘সুক্কু’ নামীয় সুগন্ধির
মধ্যে মিশাতেন । রাবী বর্ণনা করেন যে, আনাস ইব্ন মালিক (রাঃ) এর ওফাতের সময় ঘনিয়ে আসলে,
তিনি আমাকে অসিয়ত করলেন : যেন ঐ সুক্কু থেকে কিছুটা তাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেওয়া
হয় । সুতরাং তা তাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়েছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন