৫৮৪৭/৫৪: ইসমাঈল (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) বর্ণনা করেন । নবী
(সাঃ) ‘কুবা’ এর দিকে যখন যেতেন তখন প্রায়ই উম্মে হারাম বিন্তে মিলহান (রাঃ) এর ঘরে
প্রবেশ করতেন এবং তিনি তাঁকে খাবার খাওয়াতেন ।তিনি উবাদা ইব্ন সামিত (রাঃ) এর স্ত্রী
ছিলেন । একদিন তিনি তার ঘরে গেলেন তাঁকে খাবার খাওয়ালেন । এরপর রাসূলুল্লাহ (সাঃ) সেখানেই
ঘুমালেন । কিছুক্ষণ পরে তিনি জাগ্রত হয়ে হাসতে লাগলেন । তিনি জিজ্ঞাসা করলেন : ইয়া
রাসূলাল্লাহ! আপনাকে কিসে হাঁসাচ্ছে ? তিনি বললেন : স্বপ্নের মধ্যে আমাকে আমার উম্মাতের
মধ্য হতে আল্লাহর পথে জিহাদকারী কিছু সংখ্যক মুজাহিদ দেখানো হয়েছে, যারা এই বিশাল সমুদ্রের
মাঝখানে বাদশাহদের মত সিংহাসনের উপর সমাসীন । তখন তিনি বললেন : আপনি দু‘আ করূন যেন
আল্লাহ তা‘আলা আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন । তিনি সে দু‘আ করলেন এবং বিছানায় মাথা রেখে আবার শুয়ে পড়লেন
। কিছুক্ষণ পর তিনি আবান হাসতে হাসতে জাগ্রত হলেন । আমি বললাম : ইয়া রাসূলাল্লাহ! আপনাকে
কিসে হাঁসাচ্ছে ? তিনি বললেন : (স্বপ্নের মধ্যে) আমাকে আমার উম্মাতের মধ্য থেকে আল্লাহর
পথে জিহাদকারী কিছু সংখ্যক মুজাহিদ দেখানো হয়েছে, যারা এই বিশাল সমুদ্রের মাঝখানে বাদশাহদের
মত সিংহাসনের উপর সমাসীন । তখন আবার আমি বললাম : আপনি আল্লাহর কাছে দু‘আ করূন যেন যেন
তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নেন । তিনি
বললেন : তুমি প্রথম বাহিনীদেরই অন্তর্ভুক্ত থাকবে । সুতরাং তিনি মু‘আবিয়া (রাঃ) এর আমলে সামুদ্রিক অভিজানে রওয়ানা হন এবং সমুদ্রাভিজান থেকে ফিরে এসে তাঁর্ নিজেরই সাওয়ারী থেকে পড়ে গিয়ে (আল্লাহর পথেই)
মাহাদাত বরণ করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন