মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৪৫ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮৪৫/৫২: কুতায়বা ইব্ন সাঈদ (রঃ) ……… হযরত সাহল ইব্ন সা‘দ (রাঃ) থেকে বর্ণিত । আলী (রাঃ) এর কাছে ‘আবূ তুরাব’ এর চাইতে প্রিয়তর কোন নাম ছিল না । এ নামে ডাকা হলে তিনি অত্যন্ত খুশী হতেন ।কারণ একবার রাসূলুল্লাহ্ (সাঃ) হযরত ফাতিমা (রাঃ) এর ঘরে আসলেন । তখণ আলী (রাঃ) কে ঘরে পেলেন না । তিনি জিজ্ঞাসা করলেন : তোমার চাচাতো ভাই কোথায় ? তিনি বললেন : আমার ও তাঁর মধ্যে কিছু ঘটায় তিনি আমার সঙ্গে রাগারাগি করে বেরিয়ে গেছেন । আমার কাছে কায়লুলা করেন নি । রাসূলুল্লাহ্ (সাঃ) এক ব্যক্তিকে বললেন : দেখতো সে কোথায় ? সে লোকটি এসে বলল : ইয়া রাসূলাল্লাহ! তিনি তো মসজিদে ঘুমিয়ে আছেন । তখন রাসূলুল্লাহ (সাঃ) এসে দেখতে পেলেন যে, তিনি কাত হয়ে শুয়ে আছেন, আর তাঁর চাদরখানা পাশ থেকে পড়ে গেছে । ফলে তার মধ্যে মাটি লেগে গেছে । তখন রাসূলুল্লাহ্ (সাঃ) তাঁর গায়ের মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন : ওঠো, আবূ তুরাব (মাটির বাবা) ওঠো, আবূ তুরাব! একথাটা তিনি দু‘বার বললেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন