মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৮৪৮ (অনুমতি চাওয়া অধ্যায়)

৫৮৪৮/৫৫: আলী ইব্ন আব্দুল্লাহ (রঃ) ……… হযরত সাঈদ খুদরী (রাঃ) বর্ণনা করেন । নবী (সাঃ) দু‘রকমের লেবাস এবং দু‘ধরনের বিক্রয় নিষেধ করেছেন । পেঁচিয়ে কাপড় পরিধান করা থেকে এবং এক কাপড় পরে ‘এহতেবা’ করা থেকে, যাতে মানুষের লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে এবং ‘মুলামাসা ও মুনাবাযা’ বেচা-কেনা থেকেও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন