বুধবার, ৪ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯২২ (দু‘আ অধ্যায়)

৫৯২২/৫৭: হাফস ইব্ন উমর (রঃ) ……… হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত । একবার লোকজন রাসূলুল্লাহ (সাঃ) কে নানা প্রশ্ন করতে লাগল, এমনকি প্রশ্ন করতে করতে তাঁকে বিরক্ত করে ফেললো । এতে তিনি রাগ করলেন এবং মিম্বরে আরোহণ করে বললেন : আজ তোমরা যত প্রশ্ন করবে আমি তোমাদের সব প্রশ্নেরই বর্ণনা সহকারে জবাব দিব । এসময় আমি ডানে ও বামে তাকাতে লাগলাম এবং দেখলাম যে, প্রতিটি লোকই নিজের কাপড় দিয়ে মাথা পেচিয়ে কাঁদছেন । এমন সময় একজন লোত, যাকে লোকের সাথে বিবাদের সময় তার বাপের নাম নিয়ে ডাকা হতো না, সে প্রশ্ন করলো : ইয়া রাসূলুল্লাহ! আমার পিতা কে ? তিনি বললেন : হুযায়ফা । তখন হযরত উমর (রাঃ) বলতে লাগলেন : আমরা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (সাঃ) কে রাসূল হিসেবে গ্রহণ করেই সন্তষ্ট । আমরা ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি । তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন : আমি ভালো মন্দের যে দৃশ্য আজ দেখলাম, তা আর কখনও দেখিনি । জান্নাত ও জাহান্নামের সূরত আমাকে এমন স্পষ্টভাবে দেখানো হয়েছে যে, যেন এদুটি এ দেয়ালের পেছনেই অবস্থিত । রাবী কাতাদা (রঃ) এ হাদীস উল্লেখ করার সময় এ আয়াতটি পড়তেন । (অর্থ) : “হে মু‘মিনগণ! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করো না, যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে ।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন