৫৯২৬/৬১: উসমান ইব্ন আবূ শায়বা (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি
বলেন, একবার আমার নিকট মদীনার দ’জন ইয়াহূদী বৃদ্ধা মহিলা এলেন । তারা আমাকে বললেন যে,
কবরবাসীদের তাদের কবরে আযাব দেওয়া হয়ে থাকে । তখন আমি তাদের একথা মিথ্যা বলে অভিহিত
করলাম । আমার বিবেক তাদের কথাটিকে সত্য বলে মানতে চাইল না । তাঁরা দু’জন বেরিয়ে গেলেন
। আর নবী (সাঃ) আমার নিকট এলেন । আমি তাঁকে বললাম : ইয়া রাসূলুল্লাহ্! আমার নিকট দু’জন
বৃদ্ধা এসেছিলেন । তারপর আমি তাঁকে তাদের কথা বর্ণনা করলাম । তখন তিনি বললেন : তারা
দু’জন সত্যইবলেছে । নিশ্চয়ই কবরবাসীদের এমন আযাব দেওয়া হয়ে থাকে, যা সকল চতুস্পদ জীবজন্তু
শুনে থাকে । এরপর থেকে আমি তাঁকে সর্বদা প্রত্যেক সালাতে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয়
চাইতে দেখেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন