বুধবার, ৪ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯২৮ (দু‘আ অধ্যায়)

৫৯২৮/৬৩: মু’আল্লাহ ইব্ন আসাদ (রঃ) ……… আয়িশা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলতেন : ইয়া আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই অলসতা, অতিরিক্ত বার্ধক্য, গুনাহ আর ঋণ থেকে, আর কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে । আর জাহান্নামের ফিতনা এবং এর আযাব থেকে, আর ধনবান হওয়ার পরীক্ষার মন্দ পরিণাম থেকে । আমি আরও আশ্রয় চাই দারিদ্রের অভিশাপ থেকে । আমি আরও আশ্রয় চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে । ইয়া আল্লাহ! আমার গুনাহ এর দাগগুলো থেকে আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন এবং আমার অন্তরকে সমস্ত গুনাহ্ এর ময়লা থেকে এমন ভাবে পরিষ্কার করে দিন, যেভাবে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করার ব্যবস্থা করে থাকেন । আর আমার ও আমার গুনাহ গুলোর মধ্যে এতটা দূরত্ব করে দিন, যত দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সৃষ্টি করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন