৫৯২৩/৫৮: কুতায়বা ইব্ন সাঈদ (রঃ) ……… হযরত আনাস ইব্ন মালিক (রাঃ) বর্ণনা
করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) হযরত আবূ তালহা (রাঃ) কে বললেন : তুমি তোমাদের ছেলেদের
মধ্য থেকে আমার খিদমত করার জন্য একটি ছেলে খুঁজে নিয়ে এস । আবূ তালহা (রাঃ) গিয়ে আমাকে
তাঁর সাওয়ারীর পিছনে বসিয়ে নিয়ে এলেন । তখন থেকে আমি রাসূলুল্লাহ (সাঃ০ এর খিদমত করে
আসছি । যখনই কোন বিপদ দেখা দিত, তখন আমি তাঁকে বেশী করে এ দু‘আ পড়তে শুনতাম : “ইয়া
আল্লাহ! আমি দুশ্চিন্তা, পেরেশানী, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরূতা, ঋণের বোঝা এবং
মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় চাচ্ছি । আমি সর্বদা তাঁর খিদমত করে আসছি, এমন কি
যখন আমরা খায়বার অভিযান থেকে ফিরে আসছিলাম, তখন তিনি সাফিয়্যা বিনত হুয়াইকে সঙ্গে নিয়ে
আসলেন, তিনি তাঁকে গনীমতের মাল থেকে নিজের জন্য বেছে নিয়েছিলেন । তখন আমি তাঁকে দেখছিলাম
যে, তিনি তাঁকে একখানা চাঁদর অথবা একখানা কম্বল দিয়ে ঢেকে নিজের পিছনে বসিয়েছিলেন ।
যখন আমরা নবাই সাহবা নামক স্থানে পৌঁছলাম, তখন আমরা (সেখানে থেমে) ‘হাইস’ নামক খাবার
তৈরী করে এক চামড়ার দস্তরখানে রাখলাম । তিনি আমাকে পাঠালেন, আমি গিয়ে কয়েকজন লোককে
দাওয়াত করলাম । তারা এসে খেয়ে গেলেন । এটি ছিল সাফিয়্যার সঙ্গে তাঁর বাসর যাপন । তারপর
তিনি রওয়যানা হলে ওহোদ পর্বত তাঁর সামনে দেখা গেল, তখন তিনি বললেন : এ এমন একটি পাহাড়
যা আমাদের ভালবাসে এবং আমরাও তাকে ভালবাসি । তারপর যখন মদীনার কাছে পৌছলেন, তখন তিনি
বললেন : “ইয়া আল্লাহ! আমি মদীনার দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানকে হারাম (সম্মানিত)
করছি, যে রকম ইব্রাহীম (আঃ) মক্কাকে হারাম (সম্মানিত) করেছিলেন । ইয়া আল্লাহ! আপনি
তাদের মুদ্দ ও সা এর মধ্যে বরকত দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন