৫৯২৫/৬০: আদম (রঃ) ……… মুস্’আব (রাঃ) বর্ণনা করেন, সা’দ (রাঃ) পাঁচটি জিনিস
থেকে আল্লাহর আশ্রয় চাইতে নির্দেশ দিতেন এবং তিনি এগুলো নবী (সাঃ) থেকে উল্লেখ করতেন
। তিনি এগুলো থেকে আল্লাহর আশ্রয় চাইতে এ দ’আ পড়তে নির্দেশ দিতেন : ইয়া আল্লাহ! আমি
কৃপণতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি । আমি কাপুরূষতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি, আমি অবহেলিত
বার্ধক্যে উপনীত হওয়া থেকে আপনার আশ্রয় চাচ্ছি, আর আমি দুনিয়ার ফিতনা অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকেও
আপনার আশ্রয় চাচ্ছি এবং আমি কবরের আযাব থেকেও আপনার আশ্রয় চাচ্ছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন