৫৯২০/৫৫: আব্দুল্লাহ ইব্ন মাসলামা (রঃ) ……… আবূ হুমায়দা (রঃ) বর্ণনা করেন
। একবার লোকেরা বললো : ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার উপর কিভাবে দরূদ পড়বো ? তিনি বললেন
: তোমরা পড়বে, ইয়া আল্লাহ! আপনি মুহাম্মাদের ও তাঁর সহধর্মিণীগণ এবং তাঁর সন্তান-সন্ততিগণের
উপর রহমত নাযিল করূন । যেমন করে আপনি ইব্রাহীম (আঃ) এর পরিবারবর্গের উপর রহমত নাযিল
করেছেন । আর আপনি মুহাম্মাদ, তাঁর সহধর্মিণীগণ এবং তাঁর আওলাদের উপর বরকত নাযিল করূন,
যেমনভাবে আপনি ইব্রাহীম (আঃ) এর পরিবারবর্গের উপর বরকত নাযিল করেছেন । আপনি অতি প্রশংসিত
এবং উচ্চ মর্যাদাশীল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন