রবিবার, ১ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৬৪ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৭৮/
৫৯৬৪/৯৯: যুহায়র ইব্ন হারব্ (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নবী (সাঃ) বলেছেন : দুইটি বাক্য এমন যে, মুখে তার উচ্চারণ অতি সহজ, পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছে অতি প্রিয় । তা হলো : সুবহা-নাল্লাহিল আযীম, সুবহা-নাল্লাহি ওয়া বিহামদিহি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন