পরিচ্ছেদ : ২৬৭৩/ নবী (সাঃ) এর দু‘আ : ইয়া আল্লাহ! আমার পূর্বের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দিন -
৫৯৫৬/৯১: মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রঃ) ……… আবূ মূসা (রাঃ)তাঁর পিতা থেকে বর্ণিত যে, নবী (সাঃ) এরূপ দু’আ করতেন : ইয়া আল্লাহ ! আপনি মাফ করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চাইতে বেশী জানেন । : ইয়া আল্লাহ ! আপনি মাফ করে দিন আমার ভূল-ত্রুটি, আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং আমার উপহাসমূলক গুনাহ আর এরকম গুনাহ যা আমার মধ্যে আছে । ইয়া আল্লাহ ! আপনি মাফ করে দিন ; যেসব গুনাহ আমি আগে করেছি । আপনিই আগে বাড়ান আপনিই পশ্চাৎ ফেলেন এবং আপনিই সব কিছুর উপর সর্বশক্তিমান ।
৫৯৫৬/৯১: মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রঃ) ……… আবূ মূসা (রাঃ)তাঁর পিতা থেকে বর্ণিত যে, নবী (সাঃ) এরূপ দু’আ করতেন : ইয়া আল্লাহ ! আপনি মাফ করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চাইতে বেশী জানেন । : ইয়া আল্লাহ ! আপনি মাফ করে দিন আমার ভূল-ত্রুটি, আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং আমার উপহাসমূলক গুনাহ আর এরকম গুনাহ যা আমার মধ্যে আছে । ইয়া আল্লাহ ! আপনি মাফ করে দিন ; যেসব গুনাহ আমি আগে করেছি । আপনিই আগে বাড়ান আপনিই পশ্চাৎ ফেলেন এবং আপনিই সব কিছুর উপর সর্বশক্তিমান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন