রবিবার, ১ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৫৯ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৭৫/ নবী (সাঃ) এর বাণী : ইয়াহুদীদের ব্যাপারে আমাদের বদ দু‘আ কবূল হবে । কিন্ত আমাদের প্রতি তাদের বদ দু‘আ কবূল হবে না -
৫৯৫৯/৯৪: কুতায়বা ইব্ন বাঈদ (রঃ) ……… আয়েশা (রাঃ) হতে বর্ণিত । একবার একদল ইয়াহুদী নবী (সাঃ) এর নিকট এসে সালাম দিতে গিয়ে বললো : ‘আস্সামু আলাইকা’ । তিনি বললেন : ‘ওয়াআলাইকুম’ । কিন্তু আয়েশা (রাঃ) বললেন : ‘আস্সামু আলাইকুম ওয়া লায়ানাকুমুল্লাহ ওয়া গাযিবা আলাইকুম’ (তোমাদের উপর ধ্বংস নাযিল হোক, আল্লাহ তোমাদের উপর লানত করূন, আর তোমাদের উপর গযব নাযিল করূন) । তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন : হে আয়েশা তুমি থামো ! তুমি নম্র ব্যবহার করো, আর তুমি কঠোরতা পরিহার করো । আয়েশা (রাঃ) বললেন : তারা কি বলেছে আপনি কি শুনেন নি ? তিনি বললেন : আমি যা বললাম, তা কি তুমি শুননি ? আমি তো তাদের কথাটা তাদের উপরই ফিরিয়ে দিলাম । সুতরাং তাদের উপর আমার বদ্ দু’আ কবূল হয়ে যাবে । কিন্তু আমার সম্বন্ধে তাদের বদ্ দ’আ কবূল হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন