রবিবার, ১ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৫৩ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৭১/
৫৯৫৩/৮৮: আব্দুল্লাহ ইব্ন মুহাম্মদ (রঃ) ……… আয়েশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ইয়াহুদী সম্প্রদায়ের লোকেরা নবী (সাঃ) কে সালাম করার সময় বলতো ‘আস্সামু আলাইকা’ (ধ্বংস তোমার প্রতি) । আয়েশা (রাঃ) তাদের এ বাক্যের কুমতলব বুঝতে পেরে বললেন : ‘আলাইকুমুস্সাম ওয়াল্লানত’ (ধ্বংস তোমাদের প্রতি ও লা’নত) । তখন নবী (সাঃ) বললেন : আয়েশা থামো! আল্লাহ্ তা’য়ালা সমুদয় বিষয়েই নম্রতা পছন্দ করেন । আয়েশা (রাঃ) বললেন : তারা কি বলেছে আপনি কি তা শুনেন্নি ? তিনি বললেন, আমি তাদের প্রতি উত্তরে ‘ওয়াআলাকুম’ বলেছি – তা তুমি শুননি ? আমি বলেছি, তোমাদের উপর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন