রবিবার, ১ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৫৮ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৭৪/ জুমু‘আর দিনে কবূলিয়াতের সময় দু‘আ করা -
৫৯৫৮/৯৩: মুসাদ্দাদ (রঃ) ……… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । আবুল কাসিম (সাঃ) বলেন, জুমু’আর দিনে এমন একটি মুহূর্ত আছে যদি সে মুহূর্তটিতে কোন মুসলমান দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর নিকট কোন কল্যানের জন্য দু’আ করে, তবে তা আল্লাহ্ তাকে দান করবেন । তিনি এ হাদীস বলার সময় আপন হাত দিয়ে ইশারা করেন, (ইশারাতে) আমরা বুঝলাম যে, তিনি সময়ের সংক্ষিপ্ততার দিকে ইংগিত করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন