রবিবার, ১ জুলাই, ২০১২

হাদিস নং: ৫৯৫৪ (দু‘আ অধ্যায়)

পরিচ্ছেদ : ২৬৭১/
৫৯৫৪/৮৯: মুহাম্মাদ ইব্ন মুসান্না (রঃ) ……… আলী ইব্ন আবূ তালিব (রাঃ) বলেন, খন্দকের যুদ্ধের দিন আমরা নবী (সাঃ) এর সঙ্গে ছিলাম । তিনি বললেন, হে আল্লাহ! তাদের গৃহকে এবং কবরকে আগুনে ভর্তি করে দিন । কেননা তারা আমাদের ‘সালাতুল উস্তা’ থেকে বিরত রেখেছে । এমন কি সূর্য অস্তমিত হয়ে গেল । আর ‘সালাতুল উস্তা’ হলো আসরের সালাত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন